মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

অন্তঃ সংলাপ

আমি কিছুই বলবনা,
জিজ্ঞেস করো ঐ শিমুল গাছটিকে,
রেললাইনের পাশে যে দাড়িয়ে আছে নীরবে,
কিংবা পার্কের বেঞ্চিগুলোকে,
অথবা ফুসকাওয়ালা মামাকে,
আমার টাকা তার হাতে হয়েছে কি বিনিময়,
আর কাওকে যদি বিশ্বাস না হয়
তবে তাকাও আমার চোখের দিকে,
সাদা পর্দার ওপারে জমে থাকে রক্ত কি বলছে?
তারা কি গভীর রাতে কান্নার সাক্ষী নয়,
হ্যা,এখনো কাঁদি, বিশ্বাস করো যদি।
জীর্ণ মুখমন্ডল কি বলছে না আমি তুমিহীনতায় ভুগছি
আমার হৃদয় কষ্টচাপা পড়ে আজ পাথর
আর তোমার পাথর কি আজও হৃদয় হতে পারেনি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...