শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

প্রেম ফিরে গেছে তার বাড়ি

গাছের ডালে ঘুঘু জোড়াটি কিংবা
ঘরের চালায় কবুতর,
ক্ষুদ্র কুটিরে বাবুই যুগল
থাকছে সুখে জীবন ভর,
মাটির শোকে মেঘ যে কাদে
বৃষ্টি নামে অঝোর-ঝর;
আকাশ নাকি প্রেমে পড়িয়া,
মিলেছে গিয়ে সমুদ্দুর।
রাধা নাকি কৃষ্ণ প্রেমে,
ছাড়ল সুখের প্রাসাদ খানি;
লাইলীর প্রেমে মজনু কাষ্ঠ,
এটা আমরা সবাই জানি।
জেনেছি, শুনেছি,যত্তসব কল্পনা,
সবই কলমের বাহাদুরি,
জানো সত্য প্রেম নেই ধারাতে,
প্রেম ফিরে গেছে তার বাড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...