শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

একতান

আমার এক হাতে অসি, অন্যত্র বাঁশি,
কোনটা রাখব, কোনটা ফেলব ভাবি দিবানিশি,
অসি নিতান্ত প্রয়োজনীয়,
যাহার অসি আছে তাহার থাকেনা কোনো ভয়,
ধু ধু মরুভূমির মত হদয়,পাষাণময়;
চির বিতারিত হয় প্রেম,
যেন আত্মা হয় পাষন্ড পামর;
পৃথিবীর কালো ইতিহাস,রক্তাক্ত প্রান্তর
সবই অসির অতি ব্যবহার, অনাচার।
ফেলে দিলাম সেই অসি,
নিরেট হাত হলো শুন্য
উভহাতে ধরিলাম বাঁশি,
তুলিলাম সুর, মৃদু মনোহরী,
এই সুর কখনো রক্তাক্ত করে না রণাঙ্গন,
যেই সুরে বিমোহিত হয় মন,
যেই সুর কর্ণগোচর হলে হৃদয় হয় প্রেম পাগল,
অভিন্ন সুরের মোহিনী জাদুতে এক করে দেয় সব মানবকে।

২টি মন্তব্য:

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...