বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি
রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে
দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি
উড়ে যায় আকাশে রোদের উত্তাপে
শালিকেরা সব ছুটে বহুদুর জীবিকার সন্ধানে
আমি নির্বিকার মনে পড়ে থাকি নকশীকাঁথার ময়দানে
জেগের উঠার আপ্রাণ চেষ্টা পাঁচটি বছর ধরে
কিন্তু পারি না।
সব চেষ্টা অপচেষ্টা হয়ে বেঁচে থাকে
একরাশ ঘৃণা ও ক্ষোভ নিয়ে বেঁচে থাকি আমি।

1 টি মন্তব্য:

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...