শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

মুহূর্ত

আমি শুনেছি, কষ্ট করতে হবে;
অপ্রতিরোধ্য সেই বাণী
আমি তো শুনেছি,তোমার পথ তুমি দেখ;
নির্মম বিদায়ী হাতছানি।
আমি সয়েছি,খিদের জ্বালায় উপর হয়ে পড়ে থাকা
আমি তো রোখেছি বেয়ে চলা অশ্রু
চোখেতে শুকিয়ে রাখা।
আমি কাটিয়েছি হাতাশার্ত সময়,
দিনের পর রাত;
হেটেছি,ছুটেছি,ঘুরেছি, ফিরেছি
ভিজেনি কোথাও হাত।
আমি তো দেখেছি মানবের রুপ
তেলা মাথায় তেল ঢ়ালা
অর্থাভাবে সয়েছি সব মুখে যেন মোর তালা।
Like my page

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...