শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বর্ষাকাল

এসেছে বর্ষা ফুসে উঠেছে জল,

মাঠটা যেন নদী করছে কলকল।

জলের মুখ থেকে ভেসে আসছে গান,

ছলাৎ ছলাৎ তার সুর,

দিগন্ত হতে আসা তরঙ্গমালা বইছে সন্ধে দুপুর।

কলওয়ালা নৌকা চলছে পালতোলা তরী,

সওদাগররা পন্য নিয়ে দিচ্ছে গঞ্জে পাড়ি,

দুপুরবেলা নদী ঘাটে কিশোরদল সাতার কাটে,গরু ধোয়াই কৃষক,

বিকেলবেলা যুবক মনে নৌকাচালনার শখ।

গোধুলী বেলা আশ্চর্যের খেলা,

পানির নিচে সুর্য করে ঝিকিমিকি,

শেষবারের মত আরেকবার উকি।

ডুবতে গিয়েও হয়ে আছে স্তম্ব ,

 পানির নিচে তার রক্তিম প্রতিবিম্ব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নির্বিকার

ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...